Wellcome to National Portal

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২৩ বছর বনাম ১৬ বছরের অগ্রগতি প্রতিবেদনঃ

বিবরণ

১৯৮৬ হতে ২০০৮ পর্যন্ত                           ( ২৩ বছরে অর্জন)

২০০৯ হতে নভেম্বর ২০২৪পর্যন্ত       (১৬ বছরের অর্জন)

            মোট অর্জন

গ্রাহক সংযোগ

১১৮২৭৮

৩,৮৬,৬৭১

৫,০৪,৯৪৯

লাইন নির্মাণ

৩৫৯৫

২,৪৮৮.৯৭১

৬,০৮৩.৯৭১

উপকেন্দ্র নির্মাণ (সংখ্যা)

০৬টি

০৬টি

১২টি

উপকেন্দ্র ক্ষমতা(এমভিএ)

৪৭.৫০

১৫৭.৫

২০৫ 

বিদ্যুৎ ব্যবহার(মেগাওয়াট)

২৬.৬

১০৩.৪

১৩০

বিদ্যুৎ সুবিধাভোগী জনগন

৩১.৬%

৬৮.৪%

১০০%

সিস্টেম লস

২৩.৫৭%

(-)১৩.২%

১০.৩৭%