বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান হলেন প্রকৌশলী অজয় কুমার চক্রবর্তী। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের পদ থেকে তাকে এ পদে পদায়ন করা হয়।
১৫তম বিসিএসের এই কর্মকর্তা ১৯৯৫ সালে গণপূর্ত ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী প্রকৌশলী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। গণপূর্ত বিভাগে কাজ করা সময় তিনি খুলনা, সাভার বিপিএটিসি, টাঙ্গাইল, রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেন। পরে ২০১২ সালে তিনি উপসচিব হন। ২০১৯ সালে যুগ্ম সচিব পদে পদায়নের পর ২০২৩ সালে অতিরিক্ত সচিবের দায়িত্ব পান। এছাড়াও তিনি, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৬৮ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয়া এই প্রকৌশলী ১৯৮৩ সালে নারায়ণগঞ্জ থেকে মাধ্যমিক, ১৯৮৫ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৯২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস